ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারের দক্ষতা বাড়ানো তাগিদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৭, ২০ জুন ২০১৭ | আপডেট: ১৮:২৬, ২০ জুন ২০১৭

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারের ভেতরে-বাইরে দক্ষতা আরো বাড়ানো এবং সমন্বয়ের তাগিদ দিয়েছেন পিকেএসএফের চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. কাজী খলিকুজ্জামান আহমেদ।
সকালে সিরডাপ মিলনায়তনে এক সেমিনারে তিনি একথা বলেন। গত কয়েকবছরে জলবায়ু পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে উল্লেখ করে ড. কাজী খলিকুজ্জামান আরো বলেন, খাদ্য নিরাপত্তা বাড়াতে সরকারকে কাজ করতে হবে। বিমসটেক দেশগুলির কুটনীতিকরা জলবায়ু পরিবর্তন নেতিবাচক প্রভাবের কারনে সকল সদস্য দেশগুলির বহুমুখি বিপদ ও ঝুঁকির বিষয় নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে পরিবেশ ও বন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডক্টর হাছান মাহমুদ বলেন, জলবায়ু পরিবর্তনে প্রভাব মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি