ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মাহি-শুভ’র ‘ঢাকা অ্যাটাক’ মুক্তি পাচ্ছে ১২৫ প্রেক্ষাগৃহে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২১, ৪ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

দেশজুড়ে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ও আলোচিত চলচ্চিত্র ‘ঢাকা অ্যাটাক’ সিনেমা। এরই মধ্যে ঠিক হয়ে গেছে দেশজুড়ে কতোগুলো প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

৬ অক্টোবর, শুক্রবার মুক্তি পেতে যাওয়া ‘ঢাকা অ্যাটাক’সিনেমাটির প্রিমিয়ার শো ৫ অক্টোবর (বৃহস্পতিবার)।

সিনেমাটির নির্মাতা দীপংকর দিপন জানান, ‘ঢাকা অ্যাটাক’নিয়ে দারুণ ব্যস্ত এখন সবাই। এরইমধ্যে আমাদের ছবিটি দেশের ১২৫টি সিনেমা হলে মুক্তি চূড়ান্ত করেছে। দুই এক দিনে হয়তো আরো কিছু হল বাড়তে পারে।

নির্মাতা জানান, ঢাকার প্রায় সবগুলো সিনেমা হলেই ছবিটি চলবে। এখন পর্যন্ত রাজধানীতে কোনো গুরুত্বপূর্ণ সিনেমা হল বাদ যায়নি।

উল্লেখ্য, বাংলাদেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলারধর্মী ছবিতে মূল চরিত্রে আরিফিন শুভ ও মাহিয়া মাহি ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আলমগীর, হাসান ইমাম, এবিএম মুসা এবং কাজী নওশাবা আহমেদ প্রমুখ।

 

এসএ/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি