ঢাকা, শনিবার   ১৬ নভেম্বর ২০২৪

মোদির অ্যাপ মার্কিনিদের তথ্য দিচ্ছে অভিযোগ রাহুলের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৮, ২৬ মার্চ ২০১৮

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে তৈরি করা একটি অ্যাপ মার্কিন প্রতিষ্ঠানগুলোকে ভারতীয় নাগরিকদের তথ্য দিচ্ছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস দলীয় সভাপতি রাহুল গান্ধী। ‘নরেন্দ্র মোদি’ বা ‘নমো’ নামের অ্যাপটির বিষয়ে গতকাল রোববার টুইট বার্তায় এ রকম সমালোচনা করে রাহুল গান্ধী আবারও বিতর্কে জড়ালেন বলে জানা গেছে।

ফেসবুকের তথ্য চুরিতে ব্রিটিশ প্রতিষ্ঠান কেমব্রিজ এনালিটিকার বিষয়টিকে সামনে এনে নরেন্দ্র মোদি অ্যাপকেও এই ধারায় অভিযুক্ত করেন কংগ্রেসপ্রধান।

রাহুল গান্ধী বলেন, নরেন্দ্র মোদি অ্যাপটি অবৈধভাবে তথ্য সংগ্রহের কাজ করছে।

একটি ফরাসি সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠানের বরাত দিয়ে শনিবার কংগ্রেস নেতা রনদীপ সিং সূর্যওয়ালা ভারতের ১৩ লাখ জাতীয় ক্যাডেট কপের মোবাইল ফোনে এই অ্যাপটি ইনস্টল করার সরকারি পরিকল্পনার বিষয়েও সমালোচনা করেন।

যদিও সরকারি দল বিজেপি দাবি করেছে, অ্যাপটির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিরোধিরা এর সমালোচনা করছে।

তথ্যসূত্র: এনডিটিভি।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি