ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

‘শিক্ষার্থীরা আন্দোলনে নামলে তার দায় ভার শিক্ষাপ্রধানদের’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৮, ৫ আগস্ট ২০১৮ | আপডেট: ০০:০৫, ৬ আগস্ট ২০১৮

আগামীকাল থেকে শিক্ষার্থীরা যদি আন্দোলনে নামে তার দায় ভার শিক্ষাপ্রধানদের নিতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।  আজ রোববার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা মহানগরীর সব কলেজের (সরকারি-বেসরকারি) অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সঙ্গে জরুরি মতবিনিময়ে এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, তারা যে আন্দোলন করছে তা যৌক্তিক। আমরা তাদের দোষারোপ করছি না। তারা যৌক্তিক দাবিতে রাস্তায় নেমেছে। শিক্ষা পরিবারের সদস্য হিসেবে আমরা তাদের একা ছেড়ে দিতে পারি না। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে তাদের বোঝাতে হবে।

তিনি আরও বলেন, মিথ্যা গুজবে শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হচ্ছে। কোনো কোনো মহল এর সুবিধা নিতে পারে। তাই শিক্ষার্থীদের এখন ক্লাসে ফিরতে হবে, ঘরে ফিরতে হবে। তাদের দাবি সরকার মেনে নিয়েছে। তার বাস্তবায়নে কাজ চলছে।

কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি