ঢাকা, শনিবার   ২৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকা স্কুল অব ইকনোমিকসে উদ্যোক্তা তৈরীর শীর্ষক সেমিনার  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৮, ২৬ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

দেশে উদ্যোক্তা তৈরী ও কর্মস্পৃহ মানবসম্পদ তৈরী শীর্ষক একটি সেমিনারের আয়োজন করেছে ঢাকা স্কুল অব ইকোনোমিক।   

সম্প্রতি মাষ্টার্স ইন এন্ট্রিপিউনারশীপ ইকনোমিক্স প্রোগ্রাম-এর আওতায় এ সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা স্কুল অব ইকনোমিকস-এর গভর্ণিং কাউন্সিলের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ।  

অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন উদ্যোক্তা তৈরীর বিশেষজ্ঞ প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমটিসি গ্লোবালের সভাপতি প্রফেসর ড. ভোলানাথ দত্ত। অন্যান্যদের মধ্যে প্রফেসর ড. জাহেদা আহমদ এবং রেহানা পারভীন বক্তব্য রাখেন।  

এসময় ড. কাজী খলীকুজ্জমান আহমদ মাষ্টার্স ইন এন্ট্রিপিউনারশীপ ইকনোমিক্স প্রোগ্রাম-এর উদ্যোগটির প্রশংসা করেন।

তিনি বলেন, দেশে স্বয়ং সম্পূর্ণ মানব সম্পদ তৈরীর জন্য প্রোগ্রামটি নিবিড়ভাবে পরিচালিত হলে দেশের উন্নয়ন অব্যাহত থাকবে। (সংবাদ বিজ্ঞপ্তি)

এমএইচ/এসি   

                


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি