ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

 আওয়ামী লীগের নির্বাচনের প্রস্তুতি শুরু হবে বর্ধিত সভার মধ্য দিয়ে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৪, ১৯ মে ২০১৭ | আপডেট: ১৪:৩৬, ১৯ মে ২০১৭

আগামী কাল গণভবনে বর্ধিত সভার মধ্য দিয়ে আওয়ামী লীগের একাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যবর্তন দিবস উপলক্ষে যুবলীগ আয়োজিত চিত্র প্রদর্শণী ও আলোচনা সভায় তিনি একথা জানান। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের সদস্য সংগ্রহের অভিযান শুরু হয়েছে, এর মাধ্যমে দলকে পরগাছামুক্ত করা হবে। সবাইকে সতর্ক থেকে ঐক্যবদ্ধ হয়ে দলে অনুপ্রবেশকারি ঠেকানোর আহবান জানিয়েছেন তিনি। যারা নিজেদের দলের ভেতরেই গণতন্ত্র রাখতে পারেনা, তারা দেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখবে কিভাবে এ প্রশ্ন তোলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি