ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

 উইম্বলডন জয়ী জানা নোভোটনা আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৩, ২০ নভেম্বর ২০১৭

সাবেক উইম্বলডন জয়ী জানা নোভোটনা আর নেই। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন ৪৯ বছর বয়সী এ টেনিস তারকা।

নারীদের টেনিস অ্যাসোসিয়েশন জানিয়েছে, নোভোটনা দীর্ঘ্দিন ধরে ক্যান্সারে ভূগছিলেন। মৃত্যুকালে তার পরিবারের সদস্যরা তার সঙ্গে ছিলেন বলে।

১৯৯৮ সালে নোভোটনা প্রতিপক্ষ নাথালি টোজিয়াতকে পরাজিত করে উইম্বলডন জয় করেন; তাঁর আগে ১৯৯৩ ও ১৯৯৭ সালে দুইবার ফাইনালে গিয়ে পরাজিত হয়েছিলেন । কিন্তু কখনো দমে যাননি তিনি। অবশেষে দূরারোগ্য ক্যান্সারের কাছে তাকে পরাজয় স্বীকার করতে হলো।

১৯৯৩ সালে জার্মানিতে অনুষ্ঠিত উইম্বলডন বিশ্বকাপে ফাইনাল ম্যাচে হেরে যাওয়ার পর তার কান্নার চিত্র এখনো দর্শকদের মনে ঠাঁই করে আছে। উইমেন টেনিস অ্যাসোসিয়েশন এর নির্বাহী স্টিভ সাইমন বলেন, নোভোটনা কোর্ট্ এবং কোর্টের বাইরে দর্শকদের দারুণভাবে উদ্বুদ্ধ করতে পারতো।

স্টিভ আরও বলেন, নোভোটনা নক্ষত্র হয়ে যুগ যুগ ধরে টেনিস আকাশে আলো ছড়িয়ে দিবে। আমরা তাঁর ও তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। তাঁর ঝুলিতে ১২টি গ্রান্ড স্লাম রয়েছে।

সূত্র: বিবিসি

এমজে/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি