ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

 ৯ দিন বন্ধের পর হিলিতে আমদানি-রফতানি শুরু

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ২০:০৪, ১৮ আগস্ট ২০১৯ | আপডেট: ২০:০৫, ১৮ আগস্ট ২০১৯

পবিত্র ঈদুল আজহা, সাপ্তাহিক ছুটি ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে টানা ৯দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি রফতানি বানিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম শুরু হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্যদিয়ে দু'দেশের মাঝে বন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম শুরু হয়েছে। 

ঈদুল আযহার ছুটির পর পুরোদমে বাণিজ্যিক কার্যক্রম শুরু হওয়ায় বন্দরের কর্মচাঞ্চল্যতা ফিরতে শুরু করেছে।টানা ৯দিন বন্দরের আমদানি রফতানিসহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ ছিল।

হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, টানা ৯দিন হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি রফতানি বানিজ্য কার্যক্রমসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম পুরোপুরি বন্ধ ছিল। আজ রোববার সকালে ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে বন্দরের আমদানি রফতানি কার্যক্রম স্বাভাবিক গতিতে শুরু হয়েছে। সেই সাথে বন্দরে কর্মরত শ্রমিকরা তাদের কাজে যোগদানের ফলে ট্রাক হতে পণ্য খালাস, ভর্তি ও ডেলিভারী কার্যক্রমসহ বন্দরের সকল কার্যক্রম শুরু হয়েছে। তবে এখনও সকলের মাঝে ঈদের আমেজ রয়েছে, ঈদের আমেজ কাটিয়ে পুরোপুরি স্বাভাবিক হতে আরো দুএকদিন সময় লাগবে।

এদিকে বন্দর দিয়ে ৯দিন আমদানি রফতানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে দু'দেশের মাঝে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল বলে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট কর্তপক্ষ জানিয়েছে।
কেআই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি