ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

অক্টোবরে আসছে মাইক্রোসফটের আপডেট উইন্ডোজ   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫১, ৩ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ২৩:৪৪, ৩ সেপ্টেম্বর ২০১৮

সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট চলতি বছরের অক্টোবর মাসে অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০-এর পরবর্তী হালনাগাদ ছাড়ার ঘোষণা দিয়েছে।   

মাইক্রোসফট জার্মানির বার্লিনে চলমান আইফা ট্রেড শো-২০১৮ শীর্ষক মেলায় এ ঘোষণা দেয়। নতুন এই আপডেটটির নাম দেওয়া হয়েছে রেডস্টোন ৫।

বিশ্বব্যাপী ৭০ কোটি উইন্ডোজ ১০ ব্যবহারকারী এই হালনাগাদ পাবে। এক বিবৃতিতে মাইক্রোসফট জানিয়েছে, আইফা ট্রেড শোতে লেনোভো ইয়োগা সি৬৩০, ইয়োগা বুক সি৯৩০, ডেল ইন্সপাইরন ১৩ ৭০০ ২-ইন-১, সারফেস গো, এসার প্রিডেটর ট্রাইটন ৯০০-এর মতো নতুন বেশকিছু উইন্ডোজ কম্পিউটার উন্মোচন করা হয়েছে। এসব কম্পিউটার উইন্ডোজ ১০ হালনাগাদ পাবে ব্যবহারকারীরা।  

এমএইচ/এসি   


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি