ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অক্ষয়ের ‘প্যাডম্যান’ ও অনুষ্কার ‘বাগমতি’ মুখোমুখি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২১, ১৮ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৬:৫৬, ১৮ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

এরই মধ্যে দু’বার পিছিয়ে গেছে বাহুবলী তারকা অনুষ্কা শেট্টির আপকামিং সিনেমা ‘বাগমতি’র মুক্তি। শেষ পর্যন্ত শোনা যাচ্ছিল আগামী বছর ফেব্রুয়ারিতে সিনেমাটি মুক্তি পাবে। কিন্তু না, অবশেষে ‘বাগমতি’র মুক্তির দিন ঘোষণা করল ফিল্মের প্রযোজক সংস্থা ইউভি ক্রিয়েশন। আগামী ২৬ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে অনুষ্কার ‘বাগমতি’। তামিল পোঙ্গল উৎসবের কথা মাথায় রেখে ঠিক ওই সময়ই সিনেমাটির মুক্তি দিতে যাচ্ছেন নির্মাতারা।

এদিকে মুক্তির দিন ঘোষণার সঙ্গে বক্স অফিসে অক্ষয় কুমারের প্যাডম্যানের সঙ্গে টক্কর দেওয়া নিশ্চিত করল অনুষ্কার ‘বাগমতি’। প্রথমে মনে করা হচ্ছিল রজনীকান্ত-অক্ষকুমারের বিগ বাজেটের ফিল্ম ‘২.০’-র সঙ্গে হয়তো একই দিনে মুক্তি পাবে ‘বাগমতি’। শোনা যাচ্ছে আগেই ‘২.০’র মুক্তির দিন পিছিয়ে দেওয়া হয়। ২৫ জানুয়ারি নয়, আগামী এপ্রিলে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে ‘২.০’। তাই অনেকেই মনে করছেন, কিছুটা ফাঁকা মাঠে গোল দিতে চলেছেন অনুষ্কা। যদিও বক্স অফিসে ‘বাগমতি’র পথের কাঁটা হতে পারে অক্ষয়ের ‘প্যাডম্যান’।

‘বাগমতি’তে অনুষ্ক ছাড়াও মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী তারকা উন্নি মুকুনদন। সিনেমার পরিচালক জি অশোক। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ‘বাগমতি’র ফার্স্ট লুক। যাতে দেবসেনা অনুষ্কার নয়া অবতার রীতিমত শিহরণ জাগাচ্ছে।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি