ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অগ্রণী ব্যাংকে নিয়োগ পরীক্ষা ১০ নভেম্বর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৮, ৩০ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

অগ্রণী ব্যাংক লিমিটেডে সিনিয়র অফিসার (নিরীক্ষক) পদের নিয়োগ পরীক্ষা আগামী ১০ নভেম্বর হবে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে (https://erecruitment.bb.org.bd) এই পরীক্ষার প্রবেশপত্র পাওয়া যাচ্ছে।


প্রার্থীদের ১ ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা ঢাকার দুই সিটি করপোরেশনের পাঁচটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক ৩০ মিনিট আগে পরীক্ষার হলে ঢোকার নির্দেশনা দিয়েছে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে না। পরীক্ষার্থীদের কোনোক্রমেই পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্টওয়াচ ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ঢুকতে দেওয়া হবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে।


/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি