ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অঘোষিত ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশের নারীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫১, ২২ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

প্রথম দুই ওয়ানডে শেষে বাংলাদেশ-ভারত নারী দলের মধ্যকার তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। যে কারণে আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচ জিতে সিরিজ জয়ের স্বাদ নিতে মরিয়া দুই দলই।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডে।

জয় দিয়ে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করে বাংলাদেশ। পেসার মারুফা আকতার ও স্পিনার রাবেয়া খানের দুর্দান্ত বোলিং নৈপুন্যে বৃষ্টি আইনে ৪০ রানে জয় পায় স্বাগতিকরা। 

ভারতের বিপক্ষে ওয়ানডে ইতিহাসে প্রথম জয়ের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। বৃষ্টির কারণে নির্ধারিত ৪৪ ওভারের ম্যাচে ৬ বল থাকতে ১৫২ রানে অলআউট হয় বাংলাদেশ। বৃষ্টি আইনে ৪৪ ওভারে ১৫৪ রানের টার্গেটে খেলতে নেমে বাংলাদেশের দুই বোলার মারুফা ও রাবেয়ার সামনে মুখ থুবড়ে পড়ে ভারতের। ৩৫ দশমিক ৫ ওভারে ১১৩ রানে অলআউট হয় ভারত। 

বল হাতে ২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন বাংলাদেশের মারুফা। রাবেয়া ৩০ রানে ৩টি উইকেট নেন। 

জয়ের ধারা অব্যাহত রেখে দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিশ্চিত করতে মাঠে নামে বাংলাদেশ। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় সিরিজ জয়ের স্বপ্ন দীর্ঘায়িত হয় তাদের। ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ। ভারতকে ৮ উইকেটে ২২৮ রানের বেশি করতে দেয়নি বাংলাদেশের বোলাররা। 

২২৯ রানের টার্গেটে ভালো শুরু না হলেও চতুর্থ উইকেটে ফারজানা হক ও রিতু মনির ৬৮ রানের জুটিতে ১শ’ রান পেয়ে যায় বাংলাদেশ। এরপর ব্যাটিং ধ্বস নামে বাংলাদেশ ইনিংসে। ১৪ রানে শেষ ৭ উইকেট হারায় তারা। ১২০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ১০৮ রানের বিশাল জয়ে সিরিজে সমতা আনে ভারত। 

এতে সিরিজের শেষ ম্যাচটি এখন অঘোষিত ফাইনাল।

দ্বিতীয় ম্যাচের ব্যাটিং ব্যর্থতা ভুলে গিয়ে শেষ ওয়ানডেতে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশের কোচ হাসান তিলকরত্নে। সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কান হাসান বলেন, ‘দ্বিতীয় ম্যাচটি আমাদের প্রত্যাশা অনুযায়ী ভালো হয়নি। ২৯তম ওভারে ৩ উইকেটে ১শ’ রান হয়ে যায়। ভেবেছিলাম, আমরা সঠিক পথেই আছি। কিন্তু দুর্ভাগ্য, ফারজানার উইকেট পতনের পরই আমরা সেখানেই ম্যাচটা হেরে যাই। আমরা এটা নিয়ে কাজ করছি। আমরা কিছু পরিকল্পনা করেছি। এখন পারফরমেন্সের দায়িত্ব ক্রিকেটারদের। আশা করছি, পারফরমেন্সের মাধ্যমে শেষ ম্যাচে জয় দিয়ে সিরিজ ঘরে তুলবে দল।’ 

কোচের সাথে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা লেগ-স্পিনার ফাহিমা খাতুনের চোখ শেষ ওয়ানডে জিতে সিরিজ জয়ে।  
ফাহিমা বলেন, ‘দ্বিতীয় ম্যাচে আমাদের যে ভুলগুলো ছিল সেগুলো নিয়ে দু’দিন আলোচনা করেছি। আমি বলবো, এখন পর্যন্ত আমরা ভালো ক্রিকেট খেলছি। প্রথম ওয়ানডেতে আমরা দল হিসেবে পারফর্ম করতে পেরেছি। দ্বিতীয় ম্যাচেও আমরা চেষ্টা করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত হয়নি। শেষ ম্যাচ নিয়ে আমরা আশাবাদী। দল হিসেবে ভালো খেলে সিরিজ জিততে পারবো।’

তৃতীয় ও শেষ ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রশংসা করেছেন ভারতের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা। তিনি বলেন, ‘টি-টোয়েন্টি থেকে শুরু করে ওয়ানডেতেও খুব ভালো ব্র্যান্ডের ক্রিকেট খেলেছে বাংলাদেশ। আমি নিশ্চিত, আমাদের কাজকে কঠিন করে তুলবে তারা।’

তিন বিভাগে ভালো করতে পারলে সিরিজ জয় অসম্ভব নয় বলে জানান মান্ধানা। তিনি বলেন, ‘আমার মতে, বাংলাদেশকে হারানোর জন্য আমাদের ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই জ্বলে উঠতে হবে। আমরা কোন কিছুই হালকাভাবে নিচ্ছি না। আমরা নিজেদের নিয়ে কাজ করছি এবং দল হিসেবে উন্নতির দিকে মনোযোগ দিচ্ছি। আশা করি, আমরা সিরিজ জিততে পারবো।’

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি