ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অঞ্জলি দিতে গিয়ে নৌকা ডুবে প্রাণ গেল ফুফু-ভাতিজার

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:১৫, ১১ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

নেত্রকোণায় পূজায় অঞ্জলি দিতে যাওয়ার পথে নৌকা ডুবে মারা গেছে দুই শিশু ফুফু-ভাতিজা ঋতু তালুকদার ও অমিত তালুকদার।

শুক্রবার সকালে জেলার কলমাকান্দায় এ দুর্ঘটনা ঘটে। 

ঋতু কলমাকান্দা সরকারি কলেজের বিএ অধ্যয়নরত শিক্ষার্থী ও অমিত হরিনধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। অমিত সম্পর্কে ঋতু তালুকদারের ভাতিজা হন।

স্থানীয়রা জানান, হরিণধরা গ্রামের পূর্বপাড়া থেকে একই পরিবারের ছয়জন মিলে দুর্গাপূজায় অঞ্জলি দিতে ছোট একটি নৌকা করে বের হয়। পরে কালীবাড়ি খাল পার হওয়ার সময় নৌকাটি ডুবে যায়। 

এ সময় চারজন সাঁতরে পাড়ে গিয়ে ওঠেন। তবে ডুবে যায় ঋতু ও অমিত তালুকদার। 

পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি