অটিজম মূলত স্নায়ুবিক বিকাশজনিত সমস্যা (ভিডিও)
প্রকাশিত : ১২:৪৩, ২ এপ্রিল ২০১৯ | আপডেট: ১৩:০৬, ২ এপ্রিল ২০১৯
অটিজম কোন মানসিক রোগ নয়, এটি মূলত স্নায়ুবিক বিকাশজনিত সমস্যা। বিশেষজ্ঞরা বলছেন, অটিস্টিক শিশুরা সামাজিক যোগাযোগে অক্ষম হলেও বিশেষ গুণে পারদর্শী। এসব বিশেষ শিশুদের স্বাভাবিক জীবন নিশ্চিত করতে পরিবার ও সমাজের দৃষ্টিভঙ্গি বদলানোর পরামর্শ তাদের। সেই সঙ্গে দ্রুত শনাক্ত করে বিশেষজ্ঞের পরামর্শ নেয়ার পরামর্শ চিকিৎসকদের।
সুমিত, শোভন, লুব্ধক তিন জনেরই গান ভীষণ প্রিয়। অটিস্টিক শিশুদের জগৎ অন্য শিশুদের মত নয়। নিজস্ব জগতেই তাদের বিচরণ।
এটি বিকাশগত একটি সমস্যা। অন্যের সাথে যোগাযোগ ও সামাজিক সম্পর্ক তৈরিতে সীমাবদ্ধতা আছে অটিস্টিক শিশুদের। কেউ কেউ আবার বিশেষ গুনে পারদর্শী হয়।
সামাজিক যোগাযোগ বিচ্ছিন্ন এসব শিশুদের স্বাভাবিক জীবনযাত্রায় বাবা-মাকে হতে হয় অনেক বেশি সাহসী। সন্তানকে আড়াল করে না রেখে সবার মতই সুস্থ জীবন ফিরিয়ে দিতে চেষ্টার কমতি নেই তাদের।
তবে সঠিক চিকিৎসা ও প্রশিক্ষণের মাধ্যমে এদের ভেতরের সুপ্ত প্রতিভাকে তুলে আনা যায়।
অটিজম সচেতনতা নিয়েও কাজ হচ্ছে দেশে। অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির সভাপতি সায়মা ওয়াজেদ হোসেনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ে স্থাপন করা হয়েছে একটি ইন্সটিটিউট।
দুই থেকে পাঁচ বছর বয়সে অটিজমের লক্ষণগুলো প্রকাশ পায়। সম্পূর্ণ নিরাময়যোগ্য না হলেও দ্রুত শনাক্ত করে বিশেষজ্ঞের পরামর্শ নেয়ার কথা বলছেন চিকিৎসকরা।
সচেতন হওয়ার পাশাপাশি অটিস্টিক শিশুদের সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান বিশেষজ্ঞদের।
বিস্তারিত দেখুন ভিডিওতে :
এসএ/