অডিট পেশাকে শক্তিশালী করতে বিশেষ প্রজেক্ট উদ্বোধন
প্রকাশিত : ১৯:১৩, ১৭ মে ২০১৯
ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল আইআইএ বাংলাদেশ এবং কম্পট্রোলার এ্যান্ড অডিটর জেনারেল-এর কার্য্যালয় (ওসিএজি) যৌথভাবে সরকারী অডিটরদের দক্ষতা বৃদ্ধিতে বছরব্যপী প্রশিক্ষন ও শিক্ষা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছে।
আজ সকালে বিশ্বব্যাংকের অর্থায়নে ইন্টারনাল অডিট সার্টিফিকেশনের মাধ্যমে ওসিএজি’র প্রফেশনাল দক্ষতা বৃদ্ধি করতে বছরব্যাপী অত্র প্রশিক্ষন কার্যক্রম চলবে।
কম্পট্রোলার এ্যান্ড অডিটর জেনারেল মুহাম্মদ মুসলিম চৌধুরী ১৭ মে ২০১৯ তারিখ সকাল ১০ ঘটিকায় অত্র প্রজেক্টের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রশিক্ষনার্থী ওসিএজি’র মনোনীত ২৫ জন অফিসার ছাড়াও আইআইএ বাংলাদেশ’র প্রেসিডেন্ট কে আতিক-ই-রব্বানী, সেক্রেটারী জেনারেল এম নুরুল আলম, ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মদ ইকবাল হোসাইন, ট্রেজারার নন্দ দুলাল সাহা, ট্রেনিং এ্যান্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট কমিটি’র চেয়ারম্যান অমিতাভা সাহা উপস্থিত ছিলেন।
আই//
আরও পড়ুন