ঢাকা, শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪

অতিরিক্ত দামে পোশাক বিক্রি ঠেকাতে শপিং মলে অভিযান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৩, ৫ জুন ২০১৭

অতিরিক্ত দামে পোশাক বিক্রি ঠেকাতে চট্টগ্রামের বিভিন্ন শপিং মলে অভিযান চালিয়েছে মোবাইল কোর্ট।
সকালে নগরীর বিলাসবহুল কয়েকটি শপিং মলে অভিযান চালায় জেলা প্রশাসনের বাজার মনিটরিং টিম। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ মোরাদ আলী এবং শান্তা ইসলামের নেতৃত্বে মনিটরিং টিম মিমি সুপার মার্কেটে বিভিন্ন পোশাকের দোকানে অভিযান চালায়। এ’সময় ব্যবসায়িদের অধিক মূল্যে পোশাক বিক্রি না করারও পরামর্শ দেন তারা। প্রায় ২০টি দোকানে অভিযানের পর ম্যাজিস্ট্রেট মোরাদ আলী সাংবাদিকদের জানান, প্রথমদিন সতর্ক করা হলেও আগামীতে বেশি দামে পোশাক বিক্রি করা হলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি