ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

অদ্ভুত সন্তান প্রসব করলো গৃহবধূ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৬, ২০ মার্চ ২০১৮

সিরাজগঞ্জের শাহজাদপুরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক গৃহবধু দুই পা জোড়া লাগানো অবস্থায় এক অদ্ভুত সন্তান প্রসব করেছেন। স্বাভাবিক মানুষের জন্মের পরই দুই পা আলাদা থাকলেও শাহজাদপুরে জন্মগ্রহণ করা এ শিশুটির দুপা একসঙ্গে জোড়া লাগানো অবস্থায় জন্ম হয়েছে।

সোমবার দুপুরে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রপচারের পর (সিজার) দুটি শিশুর জন্ম হয়। জমজ শিশু দুটির মধ্যে স্বাভাবিক শিশুটি ছেলে ও পা জোড়া লাগানো অবস্থায় জন্মগ্রহণ করা শিশুটির শারিরীক গঠন দেখে ছেলে সন্তান বলে ধারনা করছেন চিকিৎসক। জমজ ছেলে সন্তানের মধ্য একটি সুস্থ ও স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করে বেঁচে আছে। কিন্তু পা জোড়া লাগানো অবস্থায় জন্মগ্রহণ করা এই শিশুটি জন্মের কিছু সময়ের পর মৃত্যু হয়।

শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করে জানান, উপজেলার পোতাজিয়া গ্রামের ওই গৃহবধূ দুই পা জোড়া লাগানো অবস্থায় একটি শিশু সন্তান ও সুস্থ আর একটি শিশু সন্তান প্রসব করে। একটি সন্তানের শরীরের মাথা মুখমন্ডল স্বাভাবিক থাকলেও নাভীর নিচ থেকে পা’র পাতা পর্যন্ত অদ্ভুতভাবে জোড়া একটি সন্তান প্রসব করে। শরীরের অর্ধেক মানুষের আকৃতি আর অর্ধেক সাপের আকৃতিতে শিশুর জন্ম হয়েছে এমন গুজব দ্রুত ছড়িয়ে পড়লে অদ্ভুত এই শিশু বাচ্চাটিকে দেখার জন্য হাসপাতালে ভীড় জমায়। তবে জমজ সন্তানের মধ্যে একজন বেঁচে থাকলেও অদ্ভুত আকৃতির শিশুটি মারা গেছে।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি