ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অধিনায়কত্ব ছাড়লেন পুরান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৯, ২২ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর সিমিত ওভারে  ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়কত্ব ছাড়লেন নিকোলাস পুরান। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের  (সিডব্লুআই) পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারে পুরান বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের হতাশার পর থেকেই অধিনায়কত্ব নিয়ে ভেবেছি আমি। গর্বের সাথে এই দায়িত্ব নিয়েছিলাম। আমি বিশ্বাস করি ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের অধিনায়ক হিসাবে এখন পদত্যাগ দল  এবং ব্যক্তিগতভাবে আমার জন্য সঠিক সিদ্বান্ত।’

গত মে’তে কাইরন পোলার্ডের জায়গায় অধিনায়ক হন পুরান। তার অধীনে ১৫টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ৪টি করে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি বিশ^কাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নেয় দু’বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

অধিনায়কত্বের চাপে ব্যাট হাতেও সেরাটা দিতে পারছেন না মারকুটে ব্যাটার পুরান। সর্বশেষ ১০ ইনিংসে মাত্র ৯৪ রান করেন তিনি। বিশ্বকাপে তিন ম্যাচে যথাক্রমে  ৫, ৭ ও ১৩ রানের ইনিংস খেলেন পুরান।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি