ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

অনলাইনেই নিজের ভাগ্য গণনা করুন!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৫, ৯ মার্চ ২০২২

প্রত্যেকেই নিজের ভবিষ্যৎ জানতে আগ্রহী। অনেকেই জ্যোতিষের কাছে গিয়ে হস্তরেখা বিচার করেন, অনেকে আবার নিজের জন্মদিবসের গণনা করান। তবে তার সবই হয় অফলাইনে। কিন্তু এসব ছাড়াও রয়েছে আরও একটি উপায়। অনলাইনেই আপনি নিজের ভাগ্য গণনা করতে পারবেন।

অত্যাধুনিক প্রযুক্তির যুগে বর্তমানে বেশ কিছু তথ্য দিলেই জানতে পারবেন নিজের বা প্রিয়জনের ভবিষ্যৎ। এর জন্য রয়েছে একাধিক ওয়েবসাইট। এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে নিজের ভবিষ্যতের বিষয়ে জানতে পারবেন-

ওয়েবসাইটগুলো জানার আগে জেনে নিন পুরো প্রক্রিয়াটি কীভাবে কাজ করে। 

অ্যাস্ট্রোলজির বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন নিয়ম থাকলেও কিছু সাধারণ বিষয় সব ওয়েবসাইটগুলোর ক্ষেত্রে প্রায় একই। যে কোনও একটি এস্ট্রোলজি ওয়েবসাইট ওপেন করার পর সেই ওয়েবসাইটে থাকবে একটি ফর্ম। সেই ফর্মটি ফিল-আপ করতে হবে। ওই ডিজিট্যাল ফর্মে আপনার নাম, ঠিকানা, কোথায় জন্মেছেন, জন্মদিন, রাশি জানাতে হবে। তারপরেই অ্যাডভান্স লেভেলে আরও কিছু তথ্য জানতে চাওয়া হবে।

এবার জেনে নিন সবথেকে জনপ্রিয় কয়েকটি অ্যাস্ট্রোলজি ওয়েবসাইট-

Astro Speaks: এটি Astroved সংস্থার একটি ওয়েবসাইট। ইংরেজি ছাড়াও একাধিক রিজিওন্যাল ভাষায় এই ওয়েবসাইটের অ্যাকসেস পাওয়া যাবে।

GaneshaSpeaks.com- ভাগ্যগণনার জন্য এটিও অতি জনপ্রিয় একটি ওয়েবসাইট। পড়াশোনা, শিক্ষা, উপার্জন, অর্থনৈতিক অবস্থা ইত্যাদি নিয়েও এই ওয়েবসাইটে বিভিন্ন তথ্য পাওয়া যাবে।

Vedic Grace: যারা নিয়মিত ভাগ্য গণনা করে থাকে তাদের কাছে এই ওয়েবসাইটটি অত্যন্ত জনপ্রিয়।

Talk to Astro: এটাও অন্যতম জনপ্রিয় একটি অ্যাস্ট্রোলজি প্ল্যাটফর্ম। হস্তরেখা বিচারের পাশাপাশি বাস্তু বিশেষজ্ঞ, নিউমরোলজি, অর্থনৈতিক স্বাচ্ছন্দ সহ একাধিক বিষয়ে যাবতীয় তথ্য পাওয়া যাবে।

Startell: যে কোনও রকম কুষ্ঠি বিচার, হস্তরেখা বিচার ইত্যাদি এই প্ল্যাটফর্মের মাধ্যমে করা সম্ভব। 

সূত্র: এই সময়
এমএম/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি