ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

অনলাইনে কেনা আলমারিতে মিলল গুপ্তধন!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২২, ১৬ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

অনলাইন শপিং করতে আজকাল কে না ভালবাসে। তবে অনলাইন শপিং থেকে গুপ্তধন? এমনটাও হয় নাকি। বাস্তবে কিন্তু তাই ঘটেছে। রোমানিয়ায় বছর ৩৩-এর এক যুবক একটি ছোট আলমারি কিনেছিলেন অনলাইনে, তাতেই তিনি পেয়েছেন এই গুপ্তধন।

সে দেশেরই অ্যারাডের এক ব্যক্তির থেকে এটি কিনেছিলেন তিনি। তার নিজের চারটি সন্তান রয়েছে। পরিবারে মোট ১২ জন সদস্য।

বেলজিয়ামে একটা নির্মাণ সংস্থায় কাজ করেন ওই যুবক। আলমারি কিনে বাড়িতে এনেছিলেন। হঠাত্ই সেই আলমারির ভিতরে একটা ধাতব বাক্স খুঁজে পায় তার ছেলে। ধাতব সেই বাক্স খুলেই পাওয়া যায় ৭৮ লাখ টাকা।

টাকা পেয়েই এর আসল মালিকের সন্ধান শুরু করেন ওই যুবক। আনন্দের বদলে চিন্তাই শুরু হল তার। যদি বিষয়টি জানাজানি হয়ে যায়! যদি কোনও দুষ্কৃতী এসে সব কেড়ে নেয়। যদি পরিবারের ক্ষতি হয়।

এরপর বন্ধুর সঙ্গে গিয়ে টাকার আসল মালিককে খুঁজে বের করলেন তারা। টাকা পেয়ে ওই ব্যক্তিও যথেষ্ট কৃতজ্ঞ। তিনি প্রায় আট লক্ষ টাকা দিয়ে দেন ওই যুবককে।

তথ্যসূত্র : আনন্দবাজার

এমএইচ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি