ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অনেকের ধারণা কারো সঙ্গে নায়িকার বিছানায় শোয়াটা জলভাত : কঙ্গনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩০, ১৪ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৪:২৮, ১৭ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ভক্তদের মনে তাদের পছন্দের তারকাকে নিয়ে এখনও নেতিবাচক মনোভাব রয়েছে বলে মনে করেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অনেকেই ধারনা পোষণ করেন যে, কারও শয্যাসঙ্গী হওয়ার নায়িকার জন্য জলভাত।


কঙ্গনা বলেন, আমাদের সম্পর্কে নানা ধারণা তৈরি করা হয়েছে, অভিনেত্রীরা কথায় কথায় হাসেন, কারও সঙ্গে বিছানায় শুয়ে পড়াটা জলভাত। আমাদের তো নিজেদের কোনও বুদ্ধি থাকতেই পারে না।


তিনি বলেন, আমাদের ইন্ডাস্ট্রি ডাবল স্ট্যান্ডার্ড লোকজনে ভর্তি। মটর পনির খেলে বলবে বিরিয়ানি খেয়েছি। যখন কোনও অভিনেতা নির্দেশককে কিছু টিপস দেন, সেটাকে ক্রিয়েটিভ ইনপুটস বলে। আর কোনও অভিনেত্রী সেই একই কাজ করলে সেটা হয়ে যায় হস্তক্ষেপ!


নিজের প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, আমি ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির একজন লিডিং ফেস। আমার কাজের জন্য সম্মানও পেয়েছি। আমি ইন্ডাস্ট্রির অখণ্ড অধ্যায় বলতে পারেন।


তিনি বলেন, নিজের পরিবার এবং কিছু বাছাই করা বন্ধু জীবনে থাকলে একাকিত্ব গ্রাস করে না। ইন্ডাস্ট্রিতে আমার বন্ধু আছে, কিছু শুভাকাঙ্ক্ষী আছে।


হৃতিক রোশনের সঙ্গে প্রেমের সম্পর্ক নিযে বেশ জলঘোলা করেছেন কঙ্গনা। সেসব বিষয় নিয়েও কথা বলেছেন হট এ নায়িকা।
সূত্র : আনন্দবাজার।
//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি