ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অন্তরঙ্গ টাইটানিকের ‘জ্যাক-রোজ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩১, ১৯ আগস্ট ২০১৭ | আপডেট: ২১:০৯, ১৯ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

‘টাইটানিক’-এর  জ্যাক এবং রোজের অফস্ক্রিন রোম্যান্স নিয়ে বহু গসিপ চালু রয়েছে ইন্ডাস্ট্রিতে। তারা ডেট করেন কিনা, কোথায় করেন, এখন সম্পর্ক কেমন এমন হাজারও প্রশ্ন রয়েছে ভক্তকূলের মাঝে।

সম্প্রতি ফ্রান্সের সেন্ট ট্রপেজে ছুটি কাটাতে গিয়েছিলেন লিওনার্দো ডি ক্যাপ্রিও এবং কেট উইনস্লেট। তাঁদের ছুটির ছবি ভাইরাল হয়েছে ওয়েব দুনিয়ায়। এ নিয়ে ভক্তদের জল্পনা-কল্পনা আরও বাড়তে থাকে।

২০ বছর আগে সিনে পর্দায় জুটি বেঁধেছিলেন লিও ও কেট। তখন থেকেই তাঁদের অফস্ক্রিন রোম্যান্স নিয়ে গল্প চলতে থাকে। অবশ্য এ নিয়ে প্রকাশ্যে কেউই মুখ খোলেননি। দর্শক এখনও পর্যন্ত জল্পনা করেন, হয়তো ডেট করছেন অনস্ক্রিনের এই হিট জুটি। তাঁদের সাম্প্রতিক ছুটির ছবি সেই জল্পনাকেই বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ।

তবে কেট ও লিও যে ভাল বন্ধু তা নিজেরাই একাধিকবার প্রকাশ্যে স্বীকার করেছেন। কিন্তু ছুটির ছবিতে কি অন্য উষ্ণতাও রয়েছে? প্রশ্ন উঠছে ইন্ডাস্ট্রির মধ্যেই। 

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি