ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘অন্তঃসত্ত্বা’র পেট থেকে বের হলো ২২ কেজির সিস্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০১, ৩০ জুন ২০১৮ | আপডেট: ১০:১৯, ২ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

অন্তঃসত্ত্বা হওয়ার প্রায় সব রকম লক্ষণই ধরা পড়েছিল ওয়াশিংটনের কায়লা রানের শরীরে। পেটে ব্যথা, নিঃশ্বাসের কষ্ট, শরীর ফুলে যাওয়া— এমন নানা অসুবিধায় ভুগছিলেন কায়লা।

সবাই তাঁকে বলত, তাঁর যমজ সন্তান হবে। উত্তরে ৩০ বছরের তরুণী বলতেন, সন্তানদের নাম রাখবেন ‘টাকো বেল’।

ওজন বেড়ে যাচ্ছিল দেখে, কায়লা নিজের খাবারদাবারেও বদল ঘটান। বেশির ভাগ সময়ে শাকসবজি খেতেন বলে জানিয়েছেন সংবাদমাধ্যমকে।

অবশেষে, গত মে মাসে, রহস্য উদ্ঘাটন হয়। চিকিৎসক তাঁকে পরীক্ষা করে জানান যে, কায়লার ডিম্বাশয়ে বাচ্চা নয়, বৃদ্ধি পাচ্ছে একটি সিস্ট। এবং তাঁর অন্য অঙ্গ-প্রত্যঙ্গের উপর চাপ সৃষ্টি করছিল। যা কায়লার শরীরের জন্য খুবই বিপজ্জনক হয়ে উঠত।

মে মাসের শেষের দিকে অপরেশন হয় কায়লার। তাঁর পেট থেকে বের করা হয় সাড়ে ২২ কিলোগ্রামের থেকেও বেশি ওজনের সেই সিস্ট।

সর্বভারতীয় সংবাদমাধ্যেমের এক প্রতিবেদন অনুযায়ী, মন্টগোমেরির জ্যাকসন হসপিটালের যে চিকিৎসক কায়লার অপরেশন করেন, তিনি জানান যে, তাঁর কেরিয়ারে এত বড় আকারের সিস্ট তিনি আগে দেখেননি। 

প্রসঙ্গত, ডিম্বাশয় থেকে সিস্ট বের করে দেওয়ার পরে, কায়লার ওজন কমে যায় প্রায় ৩৪ কিলোগ্রাম। 

সুত্রঃ এবেলা

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি