ঢাকা, বৃহস্পতিবার   ১৯ ডিসেম্বর ২০২৪

অন্তঃসত্ত্বা অহনা, অভিনয়কে আপাতত গুডবাই!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৬, ১৮ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ২০:৪১, ১৮ ডিসেম্বর ২০২৪

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। সম্প্রতি তিনি জানিয়েছেন, ২০২৫ সালে অভিনয়ের ব্যস্ততা কমিয়ে ফেলবেন। এ নিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তার এই সিদ্ধান্তের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নেটিজেনরাও মেতেছেন নানান বক্তব্যে। তাদের বেশিরভাগের ভাষ্য, অহনা রহমান অন্তঃসত্ত্বা তাই অভিনয় থেকে দূরে সরে যাচ্ছেন তিনি। 

বিষয়টি নিয়ে এবার সংবাদমাধ্যমে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী। তিনি বলেন, তার বক্তব্যে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে বা ভক্তরা পুরো সাক্ষাৎকারটা না দেখেই বিভিন্ন মন্তব্য করেছেন। 

কিন্তু অভিনয় থেকে বিরতি নেওয়ার কারণ বিয়ের কোনো পরিকল্পনা কিনা— এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, না বিয়ে করছি না। কারণ প্রেম-ভালোবাসা এখন আর বিশ্বাস করি না। সে কারণে বিয়ে নিয়েও ভাবি না। বিয়ের জন্য একটা সময় মা অনেক চাপ দিয়েছে। কিন্তু সে যখন বুঝেছে, আমি প্রেমে ছেঁকা খেয়ে কষ্ট পেয়েছি , তারপর থেকে আর চাপ দেয় না। 

এর আগে এক সাক্ষাৎকারে ছোটপর্দার অভিনেত্রী অহনা বলেছিলেন, খুব শিগগির অভিনয় জগতকে বিদায় জানাচ্ছেন তিনি। ২০২৫ সাল থেকেই মিডিয়াতে কাজের পরিমাণ কমিয়ে দেবেন। একটা সময়ে পুরোপুরিই বন্ধ করে দেবেন।

অভিনেত্রী বলেন, আমি ব্যক্তিগতভাবে আর অহনা রহমান হতে চাই না। অনেক দিন ধরে কাজ করেছি। এবার আসলে অন্যদিকে মনোযোগ দিতে চাই। আমাকে অনেক বছর দেখলেন আর কত, অনেক ভালো অভিনেত্রী-অভিনেতারা আসছেন তাদেরও দেখা উচিত।

২০০৭ সাল থেকে অভিনয় জীবন শুরু করেন অহনা রহমান।এরপর থেকে এই অভিনেত্রীকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন এই অভিনেত্রী। 

এসএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি