ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

অন্তসত্বা স্ত্রী হত্যা মামলায় স্বামীর রিমান্ড আবেদন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪১, ১৩ মে ২০১৭ | আপডেট: ১২:৩৬, ১৩ মে ২০১৭

অন্তসত্বা স্ত্রী হত্যা মামলায় গ্রেফতার স্বামী মনিরুল আলমের ৭ দিনের রিমান্ড আবেদন করবে পুলিশ।
আজ শনিবার তাকে আদালতে নেয়া হবে। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম একুশে টেলিভিশনকে জানান, ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে হলে মইনুলকে রিমান্ডে নেয়া প্রয়োজন। বৃহস্পতিবার রাতে আট মাসের অন্তসত্বা স্ত্রী মাহমুদা আক্তার মুন্নির পেটে লাথি মারে তার স্বামী মনিরুল। এতে মাহমুদার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি