ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

অন্যের হয়ে জেল খাটছেন ব্রাহ্মণবাড়িয়ার ১ যুবক ও ১ নারী (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৪, ২৩ এপ্রিল ২০১৮ | আপডেট: ১০:৪৯, ২৩ এপ্রিল ২০১৮

আসামী না হয়েও অন্যের হয়ে জেল খাটছেন ব্রাহ্মণবাড়িয়ার এক যুবক ও এক নারী। অথচ অবাধে ঘুরে বেড়াচ্ছে প্রকৃত আসামীরা। স্বজনদের অভিযোগ, তাদেরকে লোভ দেখিয়ে মিথ্যা আসামী বানানো হয়েছে। দ্রুত প্রকৃত আসামীদের গ্রেফতার করে নিরপরাধ ব্যক্তিদের মুক্তি দাবি করেছেন তারা।

পরিবারটি একেবারেই সংগতিহীন। দিন আনা, দিন খাওয়া। আর এ সুযোগটাই নেন স্থানীয় মাদক ব্যবসায়ী, ইউপি সদস্য আব্দুল হান্নান। রিক্সা কিনে দেয়ার লোভ দেখিয়ে আখাউড়ার সেলিম মিয়াকে তার হয়ে মাদক মামলায় আদালতে হাজিরা দিতে পাঠান। আদালত জামিন না দিয়ে আসামীকে কারাগারে পাঠায়। প্রায় এক মাস ধরে হান্নান সেজে কারাগারে আছেন সেলিম। মুল আসামী ইউপি সদস্য, স্বেচ্ছাসেবক লীগ নেতা হান্নান আছেন সবার সামনেই।

অসুস্থ স্বামীর চিকিৎসার জন্য ৫শ টাকা পাবেন হাজেরা বেগম। আরেক মাদক মামলার আসামী শোভা বেগম টাকা দিতে চাইলেন হাজেরাকে। তবে শর্ত তার হয়ে আদালতে হাজিরা দিতে হবে। গত ৬ মার্চ আদালত আসামীকে কারাগারে পাঠায়।

এ ঘটনায় ক্ষুব্ধ ভুক্তভোগীদের স্বজনেরা।

মিথ্যা আসামী সাজানোর দুটি ঘটনাতেই আইনজীবী ছিলেন দোলন আরা দুলি। ঘটনাটি জানাজানি হলে শো-কজ করা হয় তাকে।

এ বিষয়ে অভিযুক্তদের সাথে কথা বলতে গেলে তাদের পাওয়া যায়নি।

এ ঘটনায় থানায় মামলা হয়েছে। প্রকৃত আসামীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি