ঢাকা, বুধবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৫

অফিসার্স ক্লাবে সরস্বতী পূজার অনুষ্ঠানে তিন উপদেষ্টা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৪, ৪ ফেব্রুয়ারি ২০২৫

নানা আয়োজনে অফিসার্স ক্লাব ঢাকার প্রাঙ্গণে সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা।

মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে প্রতিমা স্থাপন, পুষ্পাঞ্জলী ও হাতেখড়ি, প্রদীপ প্রজ্বলন আলোচনা, প্রসাদ বিতরণ ও আপ্যায়নের আয়োজন করা হয়।  মন্ত্রিপরিষদ সচিব ও অফিসার্স ক্লাব ঢাকা’র চেয়ারম্যানের সভাপতিত্বে সকাল ১০টায় সরস্বতী পূজা অনুষ্ঠান শুরু হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। 

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী।  

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পূজা উপ-কমিটির চেয়ারম্যান বিজন কান্তি সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অফিসার্স ক্লাব ঢাকার কোষাধ্যক্ষ এম এ খালেক, পূজা উদযাপন উপ-কমিটির কো-চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার এবং পূজা উদযাপন উপ-কমিটি সদস্য সচিব রথীন্দ্র নাথ দত্ত।

এছাড়া বিচারপতি, সরকারের সিনিয়র সচিব, সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপ-সচিবসহ বিভিন্ন সংস্থার প্রধান এবং সরকারি, আধা-সরকারি প্রতিষ্ঠানে কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  

সন্ধ্যায় দেশের প্রথিতযশা শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্লাব সদস্য ও তাদের সপরিবারে সদস্যবৃন্দ এবং সনাতন ধর্মের সব মিলিয়ে প্রায় ১০ হাজার অতিথি দিনব্যাপী প্রাণভরে অনুষ্ঠানটি উপভোগ করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি