ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

অবশেষে এভ্রিলের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খেতাব বাতিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৭, ৪ অক্টোবর ২০১৭ | আপডেট: ২০:৫২, ৪ অক্টোবর ২০১৭

সমালোচনার মুখে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ঘোষিত জান্নাতুল নাঈম এভ্রিলের নাম বাতিল করা হলো। প্রতিযোগিতাটির আয়োজক প্রতিষ্ঠান বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আজ বুধবার (৪ অক্টোবর) এ ঘোষণা দেয়া হয়।

বাতিল ঘোষণার পর প্রথম রানার্স আপ জেসিয়ার মাথায় মুকুট পরানোর ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিচারকদের মধ্যে বিবি রাসেল, শম্পা রেজা ও চঞ্চল মাহমুদ উপস্থিত ছিলেন। বাকি দুজন জুয়েল আইচ ও সোনিয়া বশির কবির অনুপস্থিত ছিলেন।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার আয়োজকদের ওই সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিচারক বিবি রাসেল বলেন, ভুল সবারই হয়। আশা করি, বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

গত ২৯ সেপ্টেম্বর ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’প্রতিযোগিতার চূড়ান্ত অনুষ্ঠানে চ্যাম্পিয়ন হিসেবে চট্টগ্রামের মেয়ে এভ্রিলের নাম ঘোষণার পর থেকে বিতর্ক চলছিল।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি