ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

অবশেষে অনুশীলনে নামল টাইগাররা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫০, ২১ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১৫:১৬, ২১ ডিসেম্বর ২০২১

নিউজিল্যান্ডে কোয়ারেন্টাইন কাটিয়ে আবারও অনুশীলনে নেমেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে কোভিড সেন্টারেই থাকছেন টাইগার স্পিন কোচ রঙ্গনা হেরাথ। 

মঙ্গলবার নিউজিল্যান্ডের লিঙ্কন ইউনিভার্সিটি মাঠে ফুরফুরে মেজাজেই পূর্ণাঙ্গ দল নিয়ে অনুশীলন করে বাংলাদেশ।

নিউজিল্যান্ড সফরে বিমানে এক কোভিড আক্রান্ত রোগীর সংস্পর্শে থাকা টাইগার ক্রিকেটারদের অনুশীলন পিছিয়ে দেয় সেদেশের স্বাস্থ্য বিভাগ। এরপর দীর্ঘ ১১ দিন কোয়ারেন্টাইনে থাকার পর প্রথম দিনের অনুশীলন সেরেছে টাইগাররা। 

বোলিং, ব্যাটিং ও ফিল্ডিং- সব বিভাগেই অনুশীলন সেরে নেয় টিম টাইগার্স। অবশ্য এর আগেও একবার অনুশীলনে নেমেছিল বাংলাদেশ দল। তবে বৃষ্টির জন্য খোলা মাঠে নামতে পারেনি টাইগাররা। তাঁর মধ্যেই আবারও তিন দিনের কোয়ারেন্টাইনের নির্দেশনা পায় সফরকারীরা।

যাইহোক, আগামী ১ জানুয়ারী থেকে শুরু হবে স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। তাই তাঁর আগে এই কদিনে অনুশীলন ও দুটি প্রস্তুতি ম্যাচ খেলে নিজেরদেরকে কিছুটা হলেও ঝালিয়ে নিতে সময় পাবে মুশফিক-মোমিনুলরা।

এএইচ//এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি