ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

অবশেষে ঘুরে দাঁড়ালো পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৪, ২৫ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৮:৪৮, ২৫ জানুয়ারি ২০১৮

নিউজিল্যান্ডের বিপক্ষে টানা পাঁচ ওয়ানডেতে নাকানি চুবানি খাওয়ার পর অবশেষে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। ব্যাটসম্যানদের ব্যর্থতায় টানা ৬ ম্যাচ হারার পর সেই ব্যাটসম্যনরাই ঝলক দেখালেন। ইনজুরি থেকে ফেরা আহমেদ শেহজাদের সঙ্গই পাকিস্তান ব্যাটসম্যানদের জ্বালিয়ে দিলো। আর এতেই নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৮ রানের বড় জয় পায় পাকিস্তান। 

তিন টি-২০’র দ্বিতীয় ম্যাচে উদ্বোধনী ব্যাটসম্যানদের সফলতায় পাহাড়সমান টার্গেট দেয় পাকিস্তান। ২০২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় কিউইরা। দলীয় মাত্র ৬৪ রানে ৬ উইকেট হারিয়ে জয়ের স্বপ্ন ভেঙ্গে যায় কিউইদের। তবে শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে তারা ১৫৩ রান তুলতে সক্ষম হন। কিউইদের পক্ষে সর্বোচ্চ ২৮ বলে ৩৭ রান তোলেন স্যান্টনার।

এর আগে সফরে প্রথমবারের মতো নামার সুযোগ হয়েছিল আহমেদ শেহজাদের। নতুন সঙ্গী পেয়ে অনেকদিন পর ফর্ম ফিরে পেলেন ফখর জামান। শুরু থেকেই আক্রমণে গেলেন দুই ওপেনার। এতে ৫.৩ ওভারেই দলের স্কোর পঞ্চাশ পেরোল। সেটা ১০ ওভারে দাঁড়াল ৯৬ রানে। দশম ওভারের শেষ বলেই প্রথম ধাক্কা। ৬ চার ও ১ ছক্কায় ৩৪ বলে ৪৪ রান করে ফিরলেন শেহজাদ। এরপর ফখর জামানও ফিরে যান। তবে ফিরে যাওয়ার আগে তিনি ২৮ বলে ৫০ রান তোলেছেন। তবে ফখর জামান ফিরে গেলেও ২৪ বলে ৪১ রানের এক টর্নেডো ইনিংস খেলেন সরফরাজ । সেই টর্নোডেকে আরও একটু শাণিত করেছে ২৯ বলে করা ফখর জামানের ৫০ রানের ইনিংস।

এদিকে দীর্ঘদিন পর ফর্মে ফেরা ফখর জামান ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। রোববার সিরিজ নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে।

 

এমজে/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি