ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

অবশেষে জয়ের মুখ দেখলো অস্ট্রেলিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৬, ১৭ অক্টোবর ২০২৩ | আপডেট: ০৮:৩৭, ১৭ অক্টোবর ২০২৩

বিশ্বকাপর ক্রিকেটে দুই হারের পর প্রথম জয়ের মুখ দেখলো ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছে তারা। এটি লঙ্কানদের টানা তৃতীয় হার। 

প্রথমে ব্যাট করে ২০৯ রানে অল আউট হয় লঙ্কানরা। জবাবে ৮৮ বল ও ৫ উইকেট অক্ষত রেখেই জয়ের বন্দরে পৌছে অস্ট্রেলিয়া। ওয়েল্লালাগের বলে স্টোনিস ছক্কা মারলে উল্লাসে ফেটে পড়ে অস্ট্রেলিয়ার খেলোয়াড় ও সমর্থকরা।

এরআগে ২১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্রুত রান তোলার দিকে নজর দেয় অস্ট্রেলিয়া। দলীয় ২৪ রানে জোড়া আঘাত মাধুশাঙ্কার। ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথকে সাজ ঘরে ফেরান তিনি।

তবে একপ্রান্ত আগলে অর্ধশতক তুলে নেন ওপেনার মিচেল মার্শ। ৫১ বলে ৯ চারে ৫২ রান করেন তিনি।

এরপর লাবুশেন ৪০ রানে সাজ ঘরে ফিরলেও হাফ সেঞ্চুরি তুলে জয়ের দারপ্রান্তে এনে দেন জোশ ইগলিশ। ৫৯ বলে ৫ চার ও ১ ছক্কায় ৫৮ রান করেন এই মিডল অর্ডার ব্যাটার।

শেষ দিকে গ্লেন ম্যাক্সওয়েল ৩১ ও মার্কস স্টোনিস ২০ রানে অপরাজিত থাকলে ৫ উইকেটে ২১৫ রান তুলে জয়ের বন্দরে পৌঁছে অস্ট্রেলিয়া। 

এরআগে টস জিতে ব্যাট করতে নেমে ২১ দশমিক ৪ ওভারে বিনা উইকেটে ১২৫ রান তোলে শ্রীলঙ্কা। এই সময় ব্যক্তিগত ৬১ রানে সাজ ঘরে ফেরেস পাথুম নিশাঙ্কা। 

এরপরও রানের চাকা সচল রাখে কুসাল পেরেরা। তবে দলীয় ১৫৭ ও ব্যক্তিগত ৭৮ রানে পেরেরা আউট হলে তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে লংকানদের ইনিংস। 

এখান থেকে মাত্র ৫২ রানে বাকি ৮ উইকেট হারিয়ে ২০৯ রানে অল আউট হয় শ্রীলংকা।

৪৮ বছর পর বিশ্বকাপ মঞ্চে তাসের ঘরের মত ভেঙ্গে পড়লো শ্রীলংকা। এর আগে ১৯৭৫ সালে বিশ্বকাপের প্রথম আসরের চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিলো শ্রীলঙ্কা। ঐ ম্যাচে ৫ রানে প্রথম উইকেট হারায় লঙ্কানরা। এরপর ৮১ রানে শেষ ৯ উইকেট হারিয়ে ৮৬ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত ওই ম্যাচ ৯ উইকেটে জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

সোমবার লক্ষ্ণৌতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১২৫ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর ব্যাটিং ধ্বসে ৮৪ রানে শেষ ৯ উইকেট হারিয়ে ২০৯ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

বিশ্বকাপ ইতিহাসে দ্রুত শেষ ৯ উইকেট হারানোর ঘটনা এখন অবধি সর্বমোট ১৮ বার হয়েছে। এরমধ্যে দু’বার নাম আছে বাংলাদেশের। ২০১১ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৮ রানে ৯ উইকেট হারিয়ে, ৫৮তেই গুটিয়ে যায় বাংলাদেশ।

এরপর ঐ আসরেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬৪ রানে শেষ ৯ উইকেট হারিয়ে ৭৮ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি