ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অবশেষে মেয়েকে কোলে নিয়ে প্রকাশ্যে দীপিকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৪, ১০ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

গত ৮ সেপ্টেম্বর মা হয়েছেন বলিউডের জনপ্রিয় নায়িকা দীপিকা পাড়ুকোন। মা হওয়ার চারমাস হলেও এখনো আড়ালে দীপিকা ও তার মেয়ে কন্যা দুয়া। যদিও দীপাবলিতে কন্যা দুয়ার নূপুর পরা এক জোড়া পায়ের ছবি সামাজিকমাধ্যমে ভাগ করেছিলেন অভিনেত্রী। অবশেষে কন্যা দুয়াকে কোলে নিয়ে নিয়ে দেখা গেল দীপিকাকে। 

সম্প্রতি বেঙ্গালুরুতে দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে উপস্থিত হয়েছিলেন দীপিকা পাডুকোন। মা হওয়ার পরে দীপিকা প্রথম প্রকাশ্যে এলেন সে দিনই। এবার কন্যা দোয়াকে প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।

জানা যায়, ভারতের ব্যাঙ্গালুরুতে দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে ছুটে গিয়েছিলেন বলিউড নায়িকা দীপিকা পাড়ুকোন। মা হওয়ার পর মেয়ে দুয়াকে নিয়ে প্রথমবার মুম্বাইয়ের বাইরে যান সেদিনই। যদিও সেই কনসার্টে মেয়েকে রেখেই গিয়েছিলেন তিনি। এবার ফেরার পথে মেয়ে দুয়াকেসহ দেখা মিলল দিপীকার। সেই মুহূর্ত ছবি শিকারিরা ক্যামেরাবন্দি করতেই ভাইরাল সামাজিক মাধ্যমে।

এর আগে দিলজিতের অনুষ্ঠানে ঢিলেঢালা ডেনিম প্যান্ট ও টিশার্ট পরেছিলেন দীপিকা। এবার মেয়েকে সঙ্গে নিয়ে দিপীকাকে সাধারণ মায়েদের মতোই ঢিলেঢালা পোশাকে দেখা যায়। বলিউডের এই হার্থরব স্টাইলিশ কুইনও যে মাতৃত্বকালীন সময়ে সাধাসিধে, তার প্রমাণ দিলেন; এতে যেন নায়িকার লাবণ্যেও কমতি পড়েনি।

এদিন দীপিকার পরনে ছিল লম্বা, লাল কুর্তা ধরনের পোশাক। সাধারণ মহিলাদের মতো চেনা সাজেই খোঁপা বাঁধা, শুধু চোখে সানগ্লাসটিই আধুনিকতার ছোঁয়া; দুয়াকে কোলে আগলে নিয়ে মুম্বাই বিমানবন্দর থেকে বেরিয়ে গাড়িতে উঠলেন অভিনেত্রী। তবে কন্যার মুখ কোনোভাবেই দেখতে দিলেন না দীপিকা। মূলত ব্যাঙ্গালুরু থেকেই এদিন মুম্বাই ফিরলেন দীপিকা।

চলতি বছরে ফেব্রুয়ারিতে দীপিকা ও রণবীর ঘোষণা করেছিলেন, তাদের সংসারে আসছে নতুন সদস্য। এরপর গত ৭ সেপ্টেম্বর তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি হন দীপিকা। এরপর ৮ সেপ্টেম্বর কোলে আসে কন্যাসন্তান- দুয়া পাড়ুকোন সিং।

এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি