ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অবশেষে সচিবালয়ে ঢুকতে পারছেন কর্মকর্তা-কর্মচারীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৪, ২৬ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ১১:২০, ২৬ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

বাংলাদেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন ছয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে আসলেও সচিবালয়ে ঢুকতে পারছিলেন না কর্মকর্তা-কর্মচারীরা। তবে সকাল ১০টার কিছুক্ষণ আগে থেকে তারা কর্মক্ষেত্রে ঢুকেছেন।

বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে সচিবালয়ের ৫নং গেট দিয়ে তাদেরকে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

সরেজমিনে দেখা যায়, শুধু পায়ে হেঁটে প্রবেশের জন্য ৫নং গেটটি খোলা হয়েছে। বাকি সবগুলো গেট বন্ধ রয়েছে। গাড়ি প্রবেশেরও সব গেট বন্ধ। এর ফলে সব শ্রেণির কর্মকর্তারা দীর্ঘ সারিবদ্ধভাবে ওই গেটটি দিয়ে পায়ে হেঁটে ঢুকছেন। 

জানা যায়, ৫ নম্বর গেট দিয়ে আইডি কার্ড পাঞ্চ করে ঢুকতে হয়। এর ফলে লাইনের দীর্ঘতা বৃদ্ধি পাচ্ছে।

আগুন লাগার ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ের সব কটি গেইট বন্ধ রাখা হয়। এর মধ্যে কর্মকর্তা-কর্মচারীরা আসতে শুরু করেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছিলেন না। এ কারণে সচিবালয়ের সামনে অপেক্ষা করতে থাকেন কর্মকর্তা-কর্মচারীরা।

তবে সকাল ১০টার কিছু আগে সচিবালয়ের ৫ নম্বর ফটক খুলে দেওয়া হয়। তখন কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ের ভেতরে ঢুকতে থাকেন।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বুধবার (২৬ ডিসেম্বর) দিবাগত মধ্যরাত ১টা ৫২ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানিয়েছেন, সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওই ভবনের আট ও নয়তলা। সেখানে থাকা নথিপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে বলে ধারণা হচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি