ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

অবশেষে হোয়াইট হাউস ছাড়ছেন মেলেনিয়া!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৭, ৮ মার্চ ২০১৮

মেলানিয়ার সঙ্গে ট্রাম্পের সম্পর্কটা খুব একটা যে ভালো যাচ্ছে না এটা সবারই জানা। শুধু মেলানিয়া নয় ২০১৭ সালের জানুয়ারিতে ক্ষমতায় আসার পর ডোনাল্ড ট্রাম্পের প্রসাশনে ব্যাপক উত্থান-পতন ঘটেছে। অনেকের সঙ্গে ট্রাম্পের সম্পর্কের অবণতি ঘটেছে। কর্মকর্তাদের হোয়াইট হাউসের চাকরি থেকে পদত্যাগ করা এখন একটা স্বাভাবিক প্রবণতায় পরিণত হয়েছে।

যে কাউকে পদত্যাগে বাধ্য করা হোক কিংবা কেউ স্বেচ্ছায় চলে যাক না, সেখানে এত বড় পরিবর্তন ঘটছে যে, কে আসছে বা কে যাচ্ছে, তার হিসাব রাখা খুবই কঠিন।

পরবর্তীতে কে ছাড়ছেন ট্রাম্পের অফিস? মার্কিন প্রেসিডেন্টের নিজের দেয়া তথ্যানুসারে তার স্ত্রী মেলেনিয়া ট্রাম্পই চলে যাওয়ার তালিকায় সবার আগে রয়েছেন।

৩ মার্চ গ্রিডিরন ক্লাবের বার্ষিক নৈশভোজে ট্রাম্পের মন্তব্য সেই কথাই বলে দিচ্ছে। যদিও এটা ছিল রসিকতা। নিজের প্রশাসন নিয়ে তিনি একটু মজা করতে চেয়েছেন।

তবে ট্রাম্প যতোই রসিকতা করুক না কেন, অনেকের বিশ্বাস, মেলেনিয়া সত্যিকার অর্থেই হোয়াইট হাউস ছাড়বেন।

ট্রাম্প বলেন, বহু লোক হোয়াইট হাউস ছেড়েছেন। এটা সত্যিই উত্তেজনাকর ঘটনা। এতে আপনার চিন্তা নতুনভাবে আলোড়ন তুলতে পারবে। আমি উলটপালট হয়ে যাওয়া পছন্দ করি। আমি বিশৃঙ্খলা পছন্দ করি। এটা সত্যিকার অর্থে ভাল।

সবার কাছেই একটি প্রশ্ন ঘুরেফিরে আসছে, পরবর্তীতে কে হোয়াইট হাউস ছাড়ছেন, স্টেভ মিলার নাকি মেলেনিয়া?

এসি/  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি