ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

অবসর ভাতার টাকা দিয়ে নাসির স্যার গড়ে তুলেছেন শিশু পার্ক

প্রকাশিত : ১৭:৩৩, ১৫ জুলাই ২০১৬ | আপডেট: ১৭:৩৩, ১৫ জুলাই ২০১৬

একজন আলোকিত মানুষ, কুষ্টিয়ার কুমারখালীর শিক্ষক নাসির উদ্দিন। অবসর ভাতার টাকা দিয়ে গড়ে তুলেছেন শিশু পার্ক। সেখানে শিশুরা মনের আনন্দে খেলা করে পার্কে, গাছ থেকে ফল পেড়ে খায়। শেখানো হয় গান ও ছবি আঁকা। শুক্রবার দিনটির জন্য অপেক্ষায় থাকে শিশুরা। যাবে তারা নাসির স্যারের বাড়ি। কুমারখালীর কয়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক নাসির উদ্দিন। প্রচার বিমুখ এই মানুষটি নিজের বাড়ির ৩০ শতাংশ জমির উপর গড়ে তুলেছেন মিনি শিশু পার্ক। প্রতি শুক্রবার সকাল হতে না হতেই জড়ো হয় কয়াসহ ৪-৫ গ্রামের কয়েকশ’ শিশু। বাড়ির চারপাশ জুড়ে রয়েছে তিনশ’ প্রজাতির ফল ও ওষধি গাছ। সেসব গাছে পাখিদের জন্য বেঁধে দিয়েছেন কৃত্রিম বাসা। পার্কে আসা শিশুরা খেলাধুলার পাশাপাশি বাগানের ফল খেয়ে মহা খুশি। খেলাধুলার পাশাপাশি শিশুদের ছবি আঁকা, অভিনয় ও নাচ-গান শেখানো হয় বিনা পয়সায়। রয়েছে একটি লাইব্রেরীও। অভিভাবকরা নাসির স্যারের এই উদ্যোগে খুশী। শিশুদের জন্য কাজে মগ্ন থেকেই যেন সুখ এই সদালাপি এই মানুষটির। নাসির উদ্দিনের মত এলাকার সমাজ সচেতন অন্য মানুষরাও এ ধরনের কাজে এগিযে আসলে সমাজের পিছিয়ে পড়া মানুষদের আলোকিত জীবনের পথ দেখানো সম্ভব হবে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি