ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য মসজিদের ইমামদের নিয়ে মতবিনিময়  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩০, ৫ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৫:৩৩, ৬ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নবাবগঞ্জ থানার আয়োজনে মসজিদের ইমাম-ওলামাদের নিয়ে থানা চত্বরে মতবিনিময় সভা হয়েছে।    

বুধবার সকাল ১১টায় এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।     

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মাহফুজ্জামান আশরাফ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মশিউর রহমান, বিরামপুর সার্কেলের সিনিয়র এএসপি মিথুন কুমার সরকার উপজেলা নির্বাচন কর্মকর্তা আতাউল হক, দিনাজপুর আলেম ওলামা কল্যাণ সমিতির সাধারন সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা রফিকুল্লাহ মাজাহারী, মুফতি মাওলানা সোয়ায়েব হোসেন, থানা মসজিদের খতিব মাওলানা গোলাম রব্বানী, উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আজিজ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি এম রুহুল আমিন প্রধান, সহ-সভাপতি সঞ্জয় রায়, সাধারন সম্পাদক হাফিজুর রহমান মিলন।

কেআই/এসি  

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি