ঢাকা, বুধবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৫

অবৈধ ভারতীয় অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪১, ৫ ফেব্রুয়ারি ২০২৫

অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী অভিবাসীদের ফেরত পাঠানোর যে প্রক্রিয়া শুরু করেছে ট্রাম্প প্রশাসন, তারই অংশ হিসাবে কয়েকশ’ ভারতীয় অভিবাসীকে নিয়ে একটি মার্কিন সামরিক বিমান আকাশে উড়েছে। 

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, যে সামরিক বিমানটি অবৈধ ভারতীয় অভিবাসীদের বহন করে আনছে, সেটি সি-১৭ বিমান। এ ধরনের বিমান সামরিক বাহিনীতে সৈন্য এবং সরঞ্জাম পরিবহনের কাজে ব্যবহৃত হয়।

ভারতের সংবাদ চ্যানেল এনডিটিভি বলছে যে তারা সূত্র মারফত এটা নিশ্চিত করতে পেরেছে যে টেক্সাসের স্যান অ্যান্টনিও থেকে ২০৫ জন ভারতীয় নাগরিককে নিয়ে ওই সি-১৭ বিমানটি ভারতীয় সময় মঙ্গলবার ভোর তিনটে নাগাদ রওনা হয়েছে। তারা এটাও দাবি করছে যে, প্রত্যেক ভারতীয় অভিবাসীর পরিচয় নিশ্চিত করেছে ভারত সরকার।

অবৈধ ভারতীয় অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর যে প্রক্রিয়া মঙ্গলবার ভোররাত থেকে শুরু হয়েছে নির্দিষ্ট করে সে ব্যাপারে দিল্লিতে মার্কিন দূতাবাস কোনও মন্তব্য করতে চায়নি, তবে সংবাদ সংস্থা এএনআই দূতাবাসের এক মুখপাত্রকে উদ্ধৃত করে লিখেছে, "যুক্তরাষ্ট্র সীমান্ত কঠোর হয়েছে, অভিবাসন আইন কঠিন করা হয়েছে এবং সব অবৈধ অভিবাসীকে সরিয়ে দিচ্ছে।"

ভারতের তরফ থেকে এখনও সর্বশেষ প্রক্রিয়া নিয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা ব্লুমবার্গ সম্প্রতি একটি প্রতিবেদনে জানিয়েছিল যে ভারত ও যুক্তরাষ্ট্র যৌথভাবে প্রায় ১৮ হাজার অবৈধ ভারতীয় অভিবাসীকে চিহ্নিত করতে পেরেছে।

গত সপ্তাহ থেকেই মার্কিন সামরিক বিমানে চাপিয়ে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে ট্রাম্প প্রশাসন। এই পর্যায়ে প্রায় পাঁচ হাজার অবৈধ অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র।

এর আগে গত বছর অক্টোবর মাসে একটি ভাড়া করা বিমানে চাপিয়ে প্রায় একশে’ অবৈধ অভিবাসীকে ফিরিয়ে নিয়েছিল ভারত।

সামরিক বিমানে চাপিয়ে অবৈধ অভিবাসীদের দেশে ফেরানোর জন্য বিপুল অর্থ খরচ হচ্ছে। সংবাদ সংস্থা রয়টার্স একটি প্রতিবেদনে জানিয়েছে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র থেকে গুয়াতেমালায় যে অবৈধ অভিবাসীদের সামরিক বিমানে ফেরত পাঠানো হয়েছিল, সেখানে প্রতি অবৈধ অভিবাসীর জন্য খরচ হয়েছিল ৪৬৭৫ মার্কিন ডলার।

রয়টার্স বলছে, টেক্সাসের যে এল পাসো থেকে ওই সামরিক বিমানটি উড়েছিল, সেখান থেকে গুয়াতেমালায় যাওয়ার জন্য অ্যামেরিকান এয়ারলাইন্সের একদিনের প্রথম শ্রেণির বিমান ভাড়া মাত্র ৮৫৩ ডলার।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি