ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

অবৈধ মশার কয়েল প্রতিষ্ঠানে  ১ লাখ টাকা জরিমানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩০, ৩ ফেব্রুয়ারি ২০২১

বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ঢাকা মহানগরীরর চাঁদ উদ্যান হাউজিং এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। 

অভিযানে লামিয়া সুপার মশার কয়েল, চাঁদ উদ্যান হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা কর্তৃক উৎপাদিত মশার কয়েল পণ্যের (ব্রান্ড: লামিয়া সুপার, লামিয়া তুলসীপাতা, লামিয়া গোল্ড, লামিয়া জাম্বো, লামিয়া এমিয়া কিং) পণ্যের অনুকূলে বিএসটিআই’র লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে মশার কয়েল পণ্যের মোড়কে অবৈধভাবে মশার কয়েল পণ্যের মোড়কে বিএসটিআই’র লোগো/মনোগ্রাম ব্যবহারপূর্বক বিক্রয়, বিতরণ ও বাজারজাত করায় বিএসটিআই আইন-২০১৮ এর ২৭ ধারা মোতাবেক বিজ্ঞ আদালত ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং আনুমানিক ২ লাখ (দুই লক্ষ) টাকা মূল্যের এক ট্রাক মালামাল জব্দ করা হয়।  

অভিযানে বিএসটিআই’র প্রসিকেউটিং অফিসার হিসেবে এ এন এম ফরহাদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম), মোঃ খালেদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ সিকান্দার মাহমুদ, ফিল্ড অফিসার (সিএম) উপস্থিত ছিলেন।  

 আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি