ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অভিনেত্রী জারিন খানের হুমকি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৪, ২১ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

আজকাল প্রায়ই সোশ্যাল মিডিয়ায় তারকাদের ট্রোল করার ঘটনা দেখা যায়। কেউ ঠিকমতো পোশাক পড়ার পরামর্শ দেন, কেউ আবার অশ্লীল মন্তব্য করেন। কখনও কখনও তা শালীনতার মাত্রা ছাড়িয়ে যায়। এজন্য তারকাদের কেউ কেউ সোশ্যাল সাইটেই পাল্টা ক্ষোভ উগড়ে দেন, আবার কেউ সেসব মন্তব্যকে উপেক্ষা করেন।  তবে যাদের কাছে ট্রোল হতে হয়েছে তাঁদেরকে সামনে পেলে কি হতে পারে ভাবতে পারেন?
এবার ‘ট্রোল পুলিশ শো’ এমনই সুযোগ করে দিচ্ছে। যে শো’তে অতিথি হিসাবে এসেছিলেন অভিনেত্রী জারিন খান। সেখানে তাঁকে ট্রোল করেছেন এমনই এক ব্যক্তিকে নিয়ে আসা হয়। আর ট্রোল করা একজনকে সামনে পেয়ে প্রকাশ্যে অপমান করে মনের জ্বালা মিটিয়ে নেন জারিন।
প্রসঙ্গত, ওই যুবক জারিনকে তাঁর ভারি শরীর নিয়ে কটাক্ষ করেছিলেন। প্রশ্ন তুলেছিলেন জারিনের অভিনয় দক্ষতা নিয়েও। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন জারিন। যুবককে কষে থাপ্পড় মারার হুমকিও দেন।
তিনি স্পষ্ট জানান, কিছু বলার হলে সামনে বলুন, পেছনে নয়। শেষে শো’এর সঞ্চালক রণবিজয় জারিন খানকে শান্ত করেন। সেই ভিডিও নিজের সোশ্যাল সাইটে শেয়ার করেছেন জারিন। এটি প্রকাশের সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে গেছে।
সূত্র : জি নিউজ
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি