ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

অভিনেত্রী মার্কলেকেই বিয়ে করছেন প্রিন্স হ্যারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৯, ২৭ নভেম্বর ২০১৭

আমেরিকান গার্লফ্রেন্ড অভিনেত্রী মেগান মার্কলকেই বিয়ে করেতে যাচ্ছেন ব্রিটিশ রাজকুমার প্রিন্স হ্যারি। সোমবার হ্যারির বাবা প্রিন্স চার্লস এ ঘোষণা দিয়েছেন। আগামী বসন্তে তাদের এ বিয়ে অনুষ্ঠিত হবে। এরপর তারা লন্ডনের কেনসিংটন প্রাসাদে নোটিংহাম কটেজে উঠবেন। বিখ্যাত এ জুটির এ মাসের শুরুতে বাগদান সম্পন্ন হয়।

এক বিবৃতিতে প্রিন্স চার্লস জানান, এ খবরটি জানাতে পেরে তিনি আনন্দিত। এতো দিন সংবাদটি কেবল রানী ও রাজ পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা জানতেন। বিয়ের তারিখ ও এ সংক্রান্ত বিস্তারিত শিগগিরই জানানো হবে।

এর আগে গত সেপ্টেম্বরে কানাডার টরন্টোতে প্রেমিকাকে নিয়ে প্রথম প্রকাশ্যে আসেন হ্যারি। সে সময় তারা `ইনভিকটাস গেমসে` হুইলচেয়ার টেনিসের একটি ম্যাচ উপভোগ করেন।

টিভি নাটক `স্যুট`-এর জন্য বিখ্যাত অভিনেত্রী মার্কল প্রায় এক বছরের ধরে হ্যারির সঙ্গে ডেট করে আসছেন। লস অ্যাঞ্জেলেসের মেয়ে মার্কলের মা আফ্রিকান-আমেরিকান ও বাবা শ্বেতাঙ্গ। তার সাবেক স্বামী ট্রেভর এঞ্জেলসন একটি টেলিভিশন চ্যানেলে অনুষ্ঠান করেন। তার সাবেক স্বামীর সঙ্গে ২০১৩ সালে বিচ্ছেদ হয়।

মার্কেল বলেন, আমরা একে অপরকে খু্ব ভালোবাসি এবং আমরা সুখেই আছি।

সূত্র: বিবিসি, রয়টার্স।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি