ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অভিনেত্রী রীতা কয়রাল আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২২, ১৯ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৫:৪৮, ১৯ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী রীতা কয়রাল। ভারতীয় টেলিভিশন সিরিয়াল এবং সিনেমার পরিচিত মুখ তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কয়েক মাস ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন অভিনেত্রী। রবিবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জনপ্রিয় অভিনেত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড পাড়া।

টেলিভিশনের বহু জনপ্রিয় সিরিয়ালের মুখ্য চরিত্রে ছিলেন রীতা কয়রাল। মূলত খলনায়িকার ভূমিকায় অভিনয় করেই দর্শকদের প্রশংসা কুড়িয়ে ছিলেন তিনি। বর্তমানে স্টার জলসায় ‘রাখি-বন্ধন’ সিরিয়ালের মুখ্য বিরোধী চরিত্রে অভিনয় করছিলেন তিনি। পাশাপাশি, জি বাংলায় ‘স্ত্রী’ সিরিয়ালের মুখ্য চরিত্র নীরুর মায়ের ভূমিকাতেও দেখা যায় অভিনেত্রীকে।

সাহসী অভিনেত্রী হিসেবেও তাঁর সুপরিচিতি ছিল। ‘বেয়াদপ’, ‘দত্ত ভার্সেস দত্ত’, ‘পারমিতার একদিন’, ‘বড় বউ’, ‘অসুখ’, ‘গুণ্ডা’, ‘জীবন নিয়ে খেলা’, ‘চিরদিনই তুমি যে আমার’ প্রভৃতি সিনেমাতেও অভিনয় করেছেন রীতা কয়রাল।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি