ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অভিনয়ে ফিরছেন শাবনূর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৬, ৫ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

সন্তান পৃথিবীতে আসার খবর প্রচার হওয়ার পর থেকে শোবিজ থেকে হারিয়ে যান এক সময়ের নাম্বার ওয়ান নায়িকা শাবনূর। অগণিত দর্শক ও ভক্তের কাছ থেকে নিজেকে আড়াল করেন নিজেকে। বিয়ে নিয়ে লুকোচুরিই এর অন্যতম কারণ। এরপর থেকে বহুদিন ধরে অভিনয়ে নেই শাবনূর। মুটিয়ে যাওয়াও এর একটি কারণ।


তবে শাবনূরের ভক্তদের জন্য সুসংবাদ হচ্ছে আবারও অভিনয়ে ফিরছেন তিনি। ঈদের আগে প্রথমবারের মতো একটি সিনেমার গানে কণ্ঠ দিয়ে সে ইঙ্গিত দিয়েছেন। মোস্তাফিজুর রহমান মানিকের ‘এত প্রেম এত মায়া’ ছবিতে গানটি ব্যবহৃত হবে। এ ছবিতে অভিনয় করারও কথা রয়েছে শাবনূরের- এমনটিই জানিয়েছেন পরিচালক।
//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি