অভিবাসন প্রত্যাশী একটি দলকে ফেরত পাঠানো হচ্ছে তুরস্কে
প্রকাশিত : ১০:২৬, ৮ এপ্রিল ২০১৬ | আপডেট: ১০:২৬, ৮ এপ্রিল ২০১৬
ইউরোপিয় ইউনিয়ন ও তুরস্কের চুক্তি অনুযায়ি দ্বিতীয় দফায় অভিবাসন প্রত্যাশী একটি দলকে গ্রিস থেকে তুরস্কে ফেরত পাঠানো হচ্ছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এরমধ্যে সিরিয়া ছাড়া অন্য দেশের নাগরিক থাকলে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। এদিকে, তুরস্কের প্রেসিডেন্ট সতর্ক করেছেন, ইউরোপীয় ইউনিয়ন চুক্তির শর্ত অনুযায়ী কাজ না করলে সিরিয় শরণার্থীদের পুনর্বাসনে উদ্যোগ নেবে না তার সরকার। অন্যদিকে, বৃহস্পতিবার গ্রিস-মেসিডোনিয়া সীমান্তে আবারও অভিবাসন প্রত্যাশী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। এরআগে গেল সোমবার দুইশ’ দুইজন অভিবাসন প্রত্যাশীকে গ্রিস থেকে তুরস্কে পাঠানো হয়।
আরও পড়ুন