ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

অভিবাসী ও শরণার্থীদের অধিকার সুরক্ষা করতে বিশ্ববাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রকাশিত : ১৬:০৬, ২০ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৬:০৬, ২০ সেপ্টেম্বর ২০১৬

অভিবাসী ও শরণার্থীদের অধিকার সুরক্ষা করতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাাসিনা। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে উচ্চপর্যায়ের প্ল্যানারি বৈঠকে দেয়া ভাষণে তিনি এ আহবান জানান। এরআগে কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া জ্যানেট স্কটল্যান্ড ও মিয়ানমারের নেত্রী অং সান সু চির সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। এদিকে আজ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে যোগ দেবেন শেখ হাসিনা। কাল ভাষণ দেয়ার কথা রয়েছে তার। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে উদ্বাস্তু ও অভিবাসন-সংক্রান্ত সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের প্ল্যানারি বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেকোনো পরিস্থিতিতে অভিবাসী ও শরণার্থীদের অধিকার সুরক্ষা করতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান তিনি। অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিতের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। এর আগে জাতিসংঘের সদর দপ্তরে কমনওয়েলথ মহাসচিব সাক্ষাত করেন প্রধানমন্ত্রীর সাথে। এসময় মুক্ত ও গণতান্ত্রিক সমাজ গঠনে শেখ হাসিনার পরিকল্পনা ও দৃঢ়তার প্রশংসা করেন তিনি। বৈঠকে দুই নেতা রাজনৈতিক স্বাধীনতা ও সুশাসন প্রতিষ্ঠায় একসাথে কাজ করার বিষয়ে একমত হন। এদিকে বিজনেস কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং এর বৈঠকে যোগ দেন শেখ হাসিনা। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বৈদেশিক বাণিজ্য বাড়ানোর ক্ষেত্রে সব বাধা দূর করে এগিয়ে যাওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি। কানাডা থেকে নিউইয়র্ক পৌছে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয় মিয়ানমারের নেত্রী অং সান সু চির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে। এসময় বাংলাদেশের মাটিকে অন্য কোনো দেশের সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করতে দেয়া হবে না বলে প্রত্যয় ব্যক্ত করেন শেখ হাসিনা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি