ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

অভিষেক রাঙাতে পারবেন সাদমান?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১১, ২৮ নভেম্বর ২০১৮ | আপডেট: ০০:০৮, ২৯ নভেম্বর ২০১৮

চট্টগ্রাম টেস্টে বড় জয়। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে শুরু হচ্ছে আগামী ৩০ নভেম্বর। ইতোমধ্যে দল ঘোষণা করা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে দলে বড় কোনো পরিবর্তন আনা হয়নি। এদিকে চট্টগ্রামে দলে থাকলেও একাদশে ছিলেন না ইমরুল। আর ঢাকাতে তাকে ১৩ সদস্যের দলে ডাকাই হয়নি। এদিকে জয়ের পর দুই দিনের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে দারুণ ব্যাটিংয়ের পুরস্কার হিসেবে সাদমান ইসলামকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অনেকেই ধরণা করছে অভিষেকে রাঙাতে পারবেন সাদমান? তবে এখন শুধু দেখার বাকি কি হতে যাচ্ছে আগামী টেস্টে ।

চট্টগ্রাম টেস্টে অভিষেকে ৫ উইকেট পাওয়া নাঈম হাসান আছেন দলে। তাছাড়া প্রস্তুতি ম্যাচে ভালো করে দলে জায়গা পাওয়া সাদমান ইসলামকেও রাখা হয়েছে ঢাকা টেস্টে। রয়েছেন আরিফুল হক খালেদ আহমেদও। তবে এই টেস্টেও নেই তামিম।
বাংলাদেশ দল :
সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, মো. মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আরিফুল হক, খালেদ আহমেদ ও সাদমান ইসলাম।

আগামী ৩০ নভেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

 

 টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি