ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

অমর্ত্য সেন সুস্থ আছেন, জানিয়েছেন মেয়ে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৮, ১০ অক্টোবর ২০২৩ | আপডেট: ১৮:১৯, ১০ অক্টোবর ২০২৩

অর্থনীতিতে নোবেল বিজয়ী অমর্ত্য সেন সুস্থ আছেন বলে তাঁর মেয়ে নন্দনা সেন জানিয়েছেন। তিনি তাঁর বাবাকে নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন বলে ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে।

এর আগে ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই এবং দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া অমর্ত্য সেনের মৃত্যুর খবর জানায়।

বিকেলে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী ক্লডিয়া গোলডিন আজ এক টুইটে অমর্ত্য সেনের মৃত্যুর খবর জানিয়েছেন।

এর কিছুক্ষণ পরে আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, নন্দনা সেন বলেছেন, তাঁর বাবা সুস্থ আছেন। সোমবার রাত পর্যন্ত তিনি বাবার সঙ্গেই কাটিয়েছেন।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি