ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪

অমিতাভ রেজা এখন ঢাবির শিক্ষক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৯, ১৯ জুলাই ২০১৭ | আপডেট: ১৭:৩০, ১৯ জুলাই ২০১৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন চলচ্চিত্র পরিচালক, বিজ্ঞাপন নাট্যনির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। সোমবার টেলিভিশন, চলচ্চিত্র ফটোগ্রাফি বিভাগে যোগ দেন আয়নাবাজি চলচ্চিত্রের স্রষ্টা অমিতাভ রেজা।

বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া জানান, সিনেমা নির্মাতা হিসেবে অমিতাভ রেজা দেশে, বিদেশে অনেক সাফল্য অর্জন করেছেন। তাঁর দীর্ঘ অভিজ্ঞতা বিভাগের শিক্ষার্থীদের ফিল্মের ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবে।

অমিতাভ রেজা চৌধুরী ওই বিভাগে তৃতীয় বর্ষের টেলিভিশন অ্যান্ড ফিল্ম ডিরেকশন কোর্সের ক্লাস নেবেন।

নিজের ফেসবুকে এ নিয়ে অমিতাভ রেজা লিখেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া আমার হয় নাই , কিন্তু  শিক্ষার্থীদেরকে আমার ১৭ বছরের কাজের অভিজ্ঞতার কিছুটা হলেও যদি কাজে লাগাতে পারি সেটাই যথেষ্ট হবে।

বিজ্ঞাপন নির্মাণ করে প্রশংসা কুড়িয়েছেন অমিতাভ রেজা। পাশাপাশি নির্মাণ করেছেন নাটক। ২০১৬ সালে মুক্তি পায় তাঁর পরিচালিত চলচ্চিত্র ‘আয়নাবাজি’। দেশে ও দেশের বাইরে চলচ্চিত্রটি ব্যাপক প্রশংসিত হয়।

//এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি