ঢাকা, মঙ্গলবার   ১১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

অযৌক্তিক কথা বলেছে টিআইবি: তথ্য প্রতিমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২২, ১৮ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

টিআইবির প্রতিবেদন অযৌক্তিক বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। তিনি বলেন, ‌‘নির্বাচন নিয়ে টিআইবি যে গবেষণা করেছে, তা আন্তর্জাতিক মানদণ্ডেও পড়ে না।’

 

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এর আগে গতকাল বুধবার ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ট্র্যাকিং’ শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ করে টিআইবি।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘যারা এই গবেষণা করেছেন, তাদের গবেষণার কোনো অভিজ্ঞতা নেই। আন্তর্জাতিক জার্নালে তাদের কোনো গবেষণা নেই। টিআইবির গবেষণা বৈজ্ঞানিক মিসকন্ডাক্টকে (অসদাচরণ) ছাড়িয়ে গেছে। তারা অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।’

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, বাংলাদেশের সুশীল সমাজ সততা ও নিষ্ঠার সঙ্গে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণপূর্বক গবেষণা করে তার ফলাফল জনগণের সামনে তুলে ধরবে।’

টিআইবি যেটা করেছে, সেটা গবেষণা না, এটা তাদের মতামত বলে মন্তব্য করে আরাফাত বলেন, ‘নির্বাচনে কিছু অনিয়ম হলেও ইসি তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। যারা অনিয়ম করেছেন, তাদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘অনিয়মের বিরুদ্ধে ইসির শক্ত অবস্থানকে গুরুত্ব দেয়া হয়নি। মিথ্যা ছড়িয়ে তাদের মনোবল দুর্বল করার চেষ্টা করা হয়েছে।’

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি