ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অরিন্দমের ‘বালিঘর’ এ শুভ-তিশা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৮, ২০ জানুয়ারি ২০১৮ | আপডেট: ০৯:৫০, ২১ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

কলকাতার পরিচালক অরিন্দম শীল নিয়ে আসছেন ‘বালিঘর’ নামে চলচ্চিত্র। তার এই ছবিতে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের আরিফিন শুভ ও নুসরাত ইমরোজ তিশা।  

সাত বন্ধুর গল্প নিয়ে তৈরি করা হবে ‘বালিঘর’। শনিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এমনটাই জানালেন প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল ক্রিয়েশনস ও ভারতের নাথিং বিয়ন্ড সিনেমা। 

তারা জানান, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে অন্যভাবে উপস্থাপন করা হবে এই ছবিতে। সাত বন্ধুর ছোটবেলা কাটে বিশ্বকবির শান্তিনিকেতনে। আর সেখানেই পড়াশোনা করেছেন তারা।

নির্মাতা অরিন্দম শীল বলেন, ‘চলচ্চিত্রে এই সাত বন্ধুর ভাবনার বড় একটা জায়গাজুড়ে থাকবে রবীন্দ্রনাথ ঠাকুর। ওদের বন্ধুত্বের মূল শক্তিটাই হলো রবীন্দ্রনাথ। অনেক বছর পর তারা যখন কক্সবাজার সৈকতে এসে আবার একত্র হয়, তখন সম্পর্কের নানা টানাপোড়েন ভেসে উঠবে। সেখানেও আসবে রবীন্দ্রনাথের প্রসঙ্গ।’

শুভ-তিশা ছাড়াও ‘বালিঘর’ এ আরো যারা অভিনয় করবেন, কলকাতার আবির চ্যাটার্জি, পার্ণো মিত্র, রুহুল ব্যানার্জি ,অনির্বাণ ভট্টাচার্য ও বাংলাদেশশের নওশাবা। আগামী মার্চ থেকে ছবিটির কাজ শুরু হবে। এর বেশির ভাগ কাজই হবে এদেশে। 

এসি/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি