ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অর্জুনের জন্য খুনও করতে পারেন পরিণীতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১২, ১৪ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

অর্জুন কাপুরের সঙ্গে পরিণীতি চোপড়ার সম্পর্কটা মনে হচ্ছে একটু বেশিই ঘনিষ্ঠ হয়ে উঠেছে। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে অর্জুন কাপুরকে নিয়ে পরিণীতি যে সব বক্তব্য দিচ্ছেন তাতে এমনটাই মনে হচ্ছে। অর্জুন সম্পর্কে তিনি এতোটাই পজেটিভ যে কেউ যদি তার সম্পর্কে (অর্জুনের) উল্টাপাল্টা কিছু বলেন তবে তাকে সে খুনও করতে পারবে।

এক সাক্ষাৎকারে অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক নিয়ে বলতে গিয়ে পরিণীতি বলেন, ‘অর্জুন আমার জন্য লাকি, ওর সঙ্গে আমি পর পর দুটি সিনেমায় কাজ করার সুযোগ পেয়েছি। ওর সঙ্গে আমি সব কিছু করতে পারি। ওকে হঠাৎ করে লাথিও মারতে পারি আবার ‘সাট আপ’ও বলতে পারি। অর্জুনও আমার সঙ্গে একই কাজ করতে পারে। ওর সঙ্গে আমার সম্পর্কটা খুবই কাছের।’

পরণীতির কথায়, ‘যদি কেউ অর্জুনের সম্পর্কে খারপ কিছু বলে তাহলে আমি ওর হয়ে লড়তেও পারি। এমনকী প্রয়োজনে আমি তাঁকে খুনও করে ফেলতে পারি, কারণ আমি অর্জুনের সম্পর্কে কোনও খারাপ কথা শুনতে রাজি নই। ওর প্রতি আমার একটা ভালোবাসা রয়েছে, যেটা কখনও নষ্ট হবার নয়।’

প্রসঙ্গত, অর্জুনের বিপরীতে ‘ইশকজাদে’ ফিল্মের মাধ্যমেই বলিউডে পা রাখেন পরিণীতি। মাঝে বেশ কয়েকটি সিনেমাতে তিনি কাজ করলেও সেভাবে সাফল্য আসেনি। বিশেষ কাজও পাচ্ছিলেন না তিনি। তবে আবারও অর্জুন কাপুরের বিপরীতে পরপর দুটি সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন ‘ইশকজাদে’ অভিনেত্রী। এর মধ্যে রয়েছে ‘সন্দীপ অঔর পিঙ্কি ফারার’, ‘নমস্তে চন্দা’।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি